দ্বারভাঙা, ১২ মার্চ (হি.স.): বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন দ্বারভাঙার মেয়র অঞ্জুম আরা। ক্ষমা চেয়ে মেয়র বলেছেন, “আমি আমার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছি। সকাল থেকেই মানুষ আমাকে বাংলাদেশি এবং দেশবিরোধী বলছে, আমার উদ্দেশ্য ছিল দ্বারভাঙায় শান্তি বজায় রাখা। কিন্তু, যদি কারও বিশ্বাসে আঘাত লেগে থাকে, তাহলে আমি আমার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি।”
দ্বারভাঙার মেয়র অঞ্জুম আরাকে আক্রমণ করেছেন বিহারের মন্ত্রী সঞ্জয় সারাওগি, তিনি বলেন, “মানুষের সকল ধর্মকে সম্মান করা উচিত। সনাতন ধর্ম প্রেম, স্নেহ এবং ভ্রাতৃত্বের বার্তা দেয়। এই বক্তব্য মোটেও যথাযথ নয় এবং এই মানসিকতাও সঠিক নয়। এই ধরণের মানসিকতার পরিবর্তন হওয়া উচিত এবং এই বক্তব্য কোনও অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।” উল্লেখ্য, এর আগে বিতর্কিত মন্তব্য করে মেয়র বলেছিলেন, জুম্মার সময় বাড়ানো যাবে না, তাই হোলিতে দুই ঘণ্টার বিরতি থাকা উচিত।” জুম্মার নামাজের নির্দিষ্ট সময় উল্লেখ করে মেয়র আনজুম আরা একটি বিবৃতিতে আবেদন জানান, দুপুর ১২.৩০ থেকে দুপুর ২.০০ টার মধ্যে হোলি উদযাপন বন্ধ রাখার জন্য।
—————