ভোপাল, ১২ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশের অর্থমন্ত্রী জগদীশ দেবদা বুধবার রাজ্য বিধানসভায় ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ৪ লক্ষ ২১ হাজার ৩২ কোটি টাকার বাজেট পেশ করেছেন। বাজেটে কোনও নতুন কর আরোপ করা হয়নি এবং কোনও করের হার বাড়ানোর কোনও প্রস্তাবও করা হয়নি। দেবদা বলেন, সরকারের লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত মধ্যপ্রদেশ তৈরি করা। তিনি আরও বলেন, সরকারি কর্মচারীদের জন্য একীভূত পেনশন প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া বিবেচনা করার জন্য একটি উচ্চ-স্তরের কমিটি গঠন করা হবে।
অর্থমন্ত্রী ২২টি নতুন আইটিআই খোলার, প্রতিটি বিধানসভা আসনে একটি সম্পূর্ণ সজ্জিত স্টেডিয়াম স্থাপনের এবং রাজ্যে একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয় এবং জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি উল্লেখ করেছেন, লাডলি বেহনা প্রকল্পটি অটল পেনশন যোজনার মতো কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সঙ্গে যুক্ত করা হবে। দেবদা বলেন, রাজ্যে এক লক্ষ কিলোমিটার রাস্তা নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আরও ঘোষণা করেন, নতুন গাড়ি কেনার ক্ষেত্রে, পরিবহন যানবাহনের জন্য মোটরযান করের উপর ১৫ শতাংশ এবং পরিবহন বহির্ভূত যানবাহনের জন্য ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।