নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তীব্র সমালোচনা করে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ডিএমকে ও তামিলনাড়ুর জনগণের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সংসদ চত্বরে ডিএমকে সাংসদ কানিমোঝির পাশে দাঁড়িয়ে কল্যাণ বলেছেন, “কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যে ভাষা ব্যবহার করেছেন তা অপ্রত্যাশিত। একজন কেন্দ্রীয় মন্ত্রী তামিলনাড়ুর জনগণের উদ্দেশ্যে এমন ভাষা ব্যবহার করে রাজ্যের জনগণের মর্যাদা হ্রাস করেছেন।”
কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি জানিয়েছেন, “হয় তাঁর সংসদে ক্ষমা চাওয়া উচিত, নয়তো তাঁকে মন্ত্রিসভা থেকে মন্ত্রী পদ থেকে অপসারণ করা উচিত। প্রধানমন্ত্রী মোদীর শোনা উচিত তার মন্ত্রীরা কী করছেন। ডিএমকে এবং তামিলনাড়ুর জনগণের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস।”
—————