ধর্মনগর, ১১ মার্চ : ভুল চিকিৎসায় রোগীদের মৃত্যুর ঘটনার পর নার্সিংহোমে তালা দিয়ে পালালো নার্সিংহোম কর্তৃপক্ষ সহ ডাক্তার ও অন্যান্য কর্মীরা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের দীঘলবাগ এলাকায়।
ভুল চিকিৎসায় মৃত্যুকে কেন্দ্র করে দীঘলবাগ এলাকার পুর পরিষদ কাউন্সিলর সহ এলাকাবাসী জানতে আসেন তক্ষশীলা নার্সিংহোমে। কিন্তু এসে দেখা যায় তক্ষশীলা নার্সিংহোমের প্রধান ফটক বন্ধ। কাউন্সিলর জানান, বিগত কিছুদিন পূর্বেও এরকম একটি ঘটনা ঘটে। একজন ব্যক্তির ভুল চিকিৎসায় মৃত্যু হয়। সম্প্রতি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে তক্ষশীলা নার্সিংহোমে। সেই কারণেই জিজ্ঞাসাবাদ এর জন্য পুরপরিষদের স্থানীয় কাউন্সিলার সহ এসেছেন। কি হয়েছিল ঘটনা তা অবহিত হতে চেয়েছিলেন। কিন্তু এসে ডাক্তার সহ অন্য কাউকে পাওয়া যায়নি। ডাক্তার বাবুকে ফোন করলে তিনি ফোন ধরছেন না। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
অবিলম্বে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। নার্সিংহোমটি বন্ধ করে দেওয়ার জন্য দাবী তুলেছেন এলাকাবাসী। ভুল চিকিৎসায় মৃত মহিলার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।