আগরতলা, ১১ মার্চ: জঙ্গল থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ সকালে মলয়নগর বাইপাস সড়কের পাশের জঙ্গলে ওই মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের বোনের দাবি, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার বিবরণে মৃতের বোন জানিয়েছেন, গতকাল সকালে বাড়ি থেকে ভাত খেয়ে বেড়িয়েছিলেন রনবীর দেব (৫২)। তাঁর বাড়ি, যোগেন্দ্রনগর কুলুকামিনী টিলায়। সারাদিন অতিক্রম করার পরও সে রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করে। কিন্তু তাঁর কোনো হদিশ পাওয়া যায়নি। আজ সকালে খবর আসে রহস্যজনক অবস্থায় মলয়নগর বাইপাস সংলগ্ন জঙ্গলে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পরিবারের সদস্যরা। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এদিকে, মৃতের বোনের অভিযোগ, তাঁর ভাইকে খুন করা হয়েছে। কারণ, ঝুলন্ত মৃতদেহ মাটিতে স্পর্শ করে রয়েছে। ওই ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
এদিকে, এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রনবীর দেবের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে জানা গিয়েছে বেশ কিছু দিন যাবৎ পারিবারিক ঝামেলা চলছিল। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।