আগরতলা, ১০ মার্চ: বিগত ১৪ বছর ধরে সংস্কারের অভাবে ধুকছে পহরমুড়া বৈদ্যনাথ চৌমুহনী থেকে গৌর নগর হয়ে সিমনা পর্যন্ত রাস্তাটি। কিন্তু প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত সংস্কারর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
প্রসঙ্গত, ওই এলাকা জুড়ে পাঁচ শতাধিক পরিবার বসবাস করছেন। বারংবার এবিষয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও রাস্তার হাল ফেরাতে পারছে না এলাকাবাসীরা। যাতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসীরা। আর বর্ষার দিনে হাটুর উপর উঠে যায় জল।
উল্লেখ্য, তৎকালীন বাম সরকারের আমলে ২০১১ সনে রাস্তাটি হয়েছিল। এরপর দীর্ঘ ২০১১ থেকে ১৮ পর্যন্ত বাম সরকারও রাস্তাটির সে খারাপ অবস্থা হয়েছিল পরবর্তী সময়ে তার জন্য হাল ফেরাতে কোন উদ্যোগ নেয়নি। বাম আমলে গিয়ে ২০১৮ তে রাজ্যে রাষ্ট্রবাদী সরকার বিজেপি ক্ষমতায় আসে। কিন্তু ১৮ থেকে আজ পর্যন্ত এই রাস্তাটি সংস্কারে কোন রকম উদ্যোগ গ্রহণ করিনি বর্তমান প্রশাসন। সি পি ডব্লিউ এবং পি ডব্লিউ ডি গেরাকলে পড়ে ভুগছে এলাকাবাসীরা। এছাড়াও এলাকাবাসীরা জানায়, রাস্তার তো বেহাল অবস্থা রয়েছেই পাশাপাশি নিকাশি ব্যবস্থাও নেই। যাতে করে বর্ষার সময় জল জমে যায়। পরিশেষে এলাকাবাসীদের বক্তব্য, সমস্ত গ্যারকলের ঊর্ধে উঠে তাদেরই স্বার্থে বর্তমান সরকার ব্যবস্থা গ্রহণ করুক রাস্তাটি নতুন করে তৈরি করার জন্য।