আগরতলা, ১০ মার্চ : ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের সাউথ জোন ওএন্ডএম এবং কাস্টমার কেয়ার ইউনিট অফিস গত ৬-৭ বছর ধরে কবিরাজ টিলা, স্পোর্টস স্কুল রোডে গ্রাহকদের বিভিন্ন পরিষেবা প্রদান করে আসছিল। তবে আজ হঠাৎ করে অফিসটি কৃষ্ণনগর এলাকায় সরিয়ে নেওয়ার উদ্যোগ নিলে, বিক্ষুব্ধ গ্রাহকরা অফিসের সামনে এসে বিক্ষোভ শুরু করেন।
তারা দাবি করেন, ‘এই অফিস এখান থেকে সরানো যাবে না। অফিসের স্টাফরা জানান, উপর থেকে অর্ডার এসেছে, তাই অফিস স্থানান্তরিত হচ্ছে। তবে গ্রাহকদের বিল পরিষেবা এখানে অব্যাহত থাকবে।
এদিকে, প্রায় ২০-২৫ হাজার গ্রাহক এই অফিস থেকে পরিষেবা পাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অফিসটি সরিয়ে নেওয়ার কাজ বাধাগ্রস্ত করতে গ্রাহকরা অফিসের কর্মচারীদের একটি ঘরে তালাবন্ধ করে রাখেন। পরিস্থিতি বর্তমানে উত্তপ্ত, তবে কর্তৃপক্ষ বিষয়টি সমাধানে কাজ করছে।