বাস্তি, ১০ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের বাস্তি জেলায় ট্রাক ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৫ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বাস্তির গোটওয়া টাটা এজেন্সির কাছে। এদিন সকালে অযোধ্যার দিকে যাচ্ছিল একটি দ্রুতগামী ট্রাক, সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় পাঁচ যাত্রী ঘটনাস্থলেই মারা যান, আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে এবং দুর্ঘটনার তদন্ত করছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন। মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।