শুষ্ক আবহাওয়া ভূস্বর্গে, ১০-১৬ মার্চ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা

শ্রীনগর, ৯ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরে সোমবার, ১০ মার্চ থেকে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দফতর। ১০-১৬ মার্চ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তার আগে রবিবারও শুষ্কই রয়েছে শ্রীনগর-সহ জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। শীতের কাঁপুনিও রয়েছে ভূস্বর্গে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে সতর্কতাও জারি করা হয়েছে। তুষারধস প্রবণ এলাকা এড়িয়ে যেতে বলা হয়েছে। বৃষ্টি ও তুষারধসের কারণে ভূমিধসের ঘটনা ঘটতে পারে, আবার কাঁদামাটির জন্য রাস্তা পিচ্ছিল হয়ে যেতে পারে। তাই গাড়ির চালকদের বিশেষ করে সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *