নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ:
স্বামী বিবেকানন্দ ময়দানে বিজেপির সমাবেশকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থান থেকে অগণিত মানুষ সমবেত হয়েছে রবিবার। স্বামী বিবেকানন্দ ময়দানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে রবিবার বিজেপির নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সারা রাজ্য থেকে বিজেপির নেতাকর্মী সমর্থকরা সমাবেশে যোগদান করেন। গাড়ি ট্রেন বোঝাই করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী সমর্থকদের সকাল থেকেই সমাবেশের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়। আগরতলা শহরে মিছিল করে তারা স্বামী বিবেকানন্দ ময়দানে এসে হাজির হন। বিজেপির মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই রাজধানী আগরতলা শহরে ব্যাপক ট্রাফিক জ্যাম পরিলক্ষিত হয়। সকাল থেকেই গোটা শহর বিজেপির দখলে ছিল। স্লোগানের স্লোগানে মুখরিত দলীয় কর্মী সমর্থকরা ময়দানে সমবেত হন এদিন। কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত হয়।