আগরতলা, ৯ মার্চ: দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত জনসভায় উপস্থিত থাকতে রাজ্যে এসেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আজ আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য্য, সাংসদ কৃতি দেবী সিং সহ অন্যান্যরা।
এদিন দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির সর্বভারতীয় বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডাকে স্বাগত জানাতে বিমানবন্দরে কার্যকর্তাদের উচ্ছাস উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে।