আগরতলা, ৮ মার্চ : মিথ্যে তথ্য দিয়ে জনগণকে আটকে চায় সিপিএম। কিন্তু তাতে কোনো লাভ হবে না। জনগণ সব বুঝতে পেরেছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএমের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
তাঁর কটাক্ষ, সিপিএম সবসময় পুরোনো গ্রামোফোন বাজাতে থাকে। তাঁদের আর কোনো কাজ নেই। বিলোনিয়ায় তিন বাম নেতাকে আদালতে আক্রমণের দায়ে দল থেকে বহিষ্কৃত পর্যন্ত করে নি। কারণ, সিপিএম নেতৃত্বদের মতে অভিযুক্তরা আদালতে আক্রমণ করেন নি। কিন্তু সুপ্রিম কোর্ট জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন তাদের। তাঁদের মতো রাজনীতি বিজেপি সরকার কখনো করে না।