আগরতলা, ৭ মার্চ: জনজাতি নাসিং পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে আজ জাপানের একটি সংস্থার সাথে টিটিএএডিসি মৌ স্বাক্ষর করেছে। তাতে প্রশিক্ষণপ্রাপ্ত নাসিং পড়ুয়ারা জাপানের চাকরি পেতে পারেন। মূলত, রাজ্যের বেকারত্বের সমস্যা সমাধানে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমে তথা এমডিসি প্রদ্যোগ কিশোর দেববর্মণ।
এদিন তিনি বলেন, আগ্রহী রাজ্যের জাতি জনজাতি যুবক-যুবতীরা নার্সিং পড়াশোনা করতে চায় এবং পাশাপাশি যারা জাপানিস ভাষা শিখতে চাই তাদের জন্য এডিসি প্রসাশন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আজ জাপানের একটি সংস্থার সাথে টিটিএএডিসি মৌ স্বাক্ষর করেছে। তাতে এডিসি সরকারের সঙ্গে জাপানিস ভাষা এবং নার্সিং-র উপর প্রশিক্ষণপ্রাপ্তরা জাপানের চাকরি পাওয়ার সুযোগ পেতে পারেন। যার বেতন মাসে দু লাখ টাকা পর্যন্ত হতে পারে।
এদিন তিনি বলেন, বর্তমানে বেকারত্ব গোটা দেশ জুড়ে জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই বর্তমান প্রজন্মকে ভবিষ্যতে কথা মাথায় রেখে মোটা অংকের অর্থ উপার্জন করতে হলে জাপানে পাড়ি দোওয়ার সুযোগকে কাজে লাগাতে হবে, বলে দাবি করেন তিনি। সাথে তিনি যোগ করেন, এই চাকুরীর ক্ষেত্রে জাপানিজ ভাষা জানা বাধ্যতামূলক।

