টিএমসি দূর্নীতিকান্ডে নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজপথে বিক্ষোভ বামপন্থী যুব সংগঠনের

আগরতলা, ৭ মার্চ : টিএমসি দূর্নীতি কান্ডের তদন্তে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এমনটাই অভিযোগ তুলে রাস্তায় নেমেছে এসএফআই ও টিএসইউ বাম যুব সংগঠন। সংগঠনের দাবি, অনতিবিলম্বে অর্থ কেলেঙ্কারির নিরপেক্ষ তদন্ত করা হোক।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এস.এফ.আই -এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন,ত্রিপুরায় শিক্ষা ক্ষেত্রে বড়সড় দুর্নীতি গন্ধ পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে মেডিক্যাল কলেজের এক শিক্ষিকা বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ওই কলেজে অকৃতকার্য হওয়ায় ছাত্র ছাত্রীদের অর্থের বিনিময়ে পাস করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ঘিরে রাজ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। তাই বাম যুব সংগঠনের তরফ থেকে সুষ্ঠ তদন্ত দাবিতে মেডিকেল কলেজের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছিল।

এদিন তিনি আরো বলেন, এতবড়ো ঘটনার পর ও মেডিকেল কলেজের অধিকর্তা তরফ থেকে কোনো কমিটি গঠন করে তদন্ত করা হয় নি। আশ্চর্য্যের বিষয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী অধ্যাপক (ডাঃ ) মানিক সাহা এবিষয়ে মুখ খুলতে চাইছেন না। আসলে টিএমসি দূর্নীতি কান্ডে মুখ্যমন্ত্রী নিজেকে বাঁচাতে চাইছেন এবং তদন্ত ধামাচাপা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। এরই প্রতিবাদে আজ বামপন্থী যুব সংগঠন রাস্তায় বিক্ষোভে সামিল হয়েছে।