উন্মত্ত সারমেয় – এর কামড়ে গুরুতর আহত প্রায় ১৭ জন

আগরতলা, ৭ মার্চ: উন্মত্ত সারমেয় – এর তাণ্ডবে দিশেহারা বিলোনিয়াবাসী। আজ বিলোনিয়া শহরের এক নং টিলা সংলগ্ন এলাকায় প্রায় সতেরো জনকে কামড়েছে একটি উন্মত্ত সারমেয়। শহরের সাধারন মানুষ ভয়ে রাস্তায় বেরোতে দ্বিধাবোধ করছেন। তাতে শহরজুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।

একটি সারমেয় একে একে প্রায় ১৭ জনকে কামড়ে রক্তাক্ত করার খবর ছড়িয়ে পড়তেই গোটা বিলোনিয়া জুড়ে আতঙ্কিত সাধারণ মানুষ। ঘটনার পর তাদের বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধই বেশি রয়েছে। আহত জনৈক ব্যক্তি কথায়, অবিলম্বে সাদা উন্মুক্ত সারমেয়টিকে শনাক্ত করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে সাধারন মানুষকে ভয় মুক্ত করার চেষ্টা করতে হবে।