আগরতলা, ৬ মার্চ: আগামী ৯ মার্চের জনসভাকে সফল করার লক্ষ্যে রাজ্যের ৬০টি মন্ডলে চলছে বিজেপি দলের বিভিন্ন কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে আজ দুপুরে চড়িলাম বিজেপি মন্ডলের উদ্যোগে বিশ্রামগঞ্জ বাজারে বিজেপির বিশাল মিছিল বের হয়েছে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের এক কার্যকতা বলেন, আগামী ত্রিপুরায় বিজেপি সরকারের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষ্যে ৯ মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে বিশাল জনসভায় উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা। ওই জনসমাবেশকে সাফল্যমন্ডিত করতে আজ দুপুরে চড়িলাম বিজেপি মন্ডলের উদ্যোগে বিশ্রামগঞ্জ বাজারে বিশাল মিছিল বের হয়েছে। এদিনের মিছিলটি বিশ্রামগঞ্জের বিভিন্ন পথ পরিক্রমা করে।
এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি মন্ডল সভাপতি তাপস দাস বিজেপি নেতা অমল দেবনাথ, প্রদেশ যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট সঞ্জিত রিয়াং সহ মন্ডলের অন্যান্য নেতৃত্বরা। মূলত ৯ই মার্চ সেই মিছিলকে সার্থক ও সফল করার লক্ষ্যে মিছিল থেকে আওয়াজ তোলেন কর্মীরা।