খোয়াই, ৬ মার্চ : চাকরি পাইয়ে দেবার নাম করে রাজ্যের বেকার ছেলে-মেয়েদের থেকে প্রতিনিয়ত অর্থ লোপাট চলছে। একটা বড়ো গ্যাং রাজ্যে কাজ করছে। এবার প্রতিযোগিতায় আরও এক নতুন জালের হদিস মিললো খোয়াইতে।
ভিজ্যুয়াল সিকিউরিটি গার্ডের চাকুরী দেবার নাম করে খোয়াইতে মহিলা-পুরুষ সহ প্রায় ১৫ জন থেকে ৭২০০ টাকা করে হাতিয়ে নিলো এক যুবক। তার নাম অমিত দেবনাথ বলে জানান প্রতারিতরা। সুবিচার চেয়ে আজ তারা খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপারিন্টেন্ডেন্টের নিকট বিষয়টি জানাতে ছুটে আসেন।
সারা রাজ্যেই সাইবার ক্রাইম জাঁকিয়ে বসেছে। অনলাইন জালিয়াতির নিত্য নতুন কৌশলের কাছে হার মানতে হচ্ছে সাধারণ জনগণকে। রাজ্যের বেকার ছেলে-মেয়েরা রোজই প্রতারনার শিকার হলেও সব ঘটনা থানা বা কেস পর্যন্ত পৌছেনা। বিভিন্ন নামি-দামি কোম্পানির নাম ব্যবহার করে নতুন-নতুন ফন্দি তৈরি করে অনলাইন জালিয়াতি ত্রিপুরা রাজ্যে ঘটলেও পুলিসের সাইবার-ক্রাইম ডিপার্টমেন্ট শীতঘুমে। ঘটনায় প্রশাসনের সক্রিয়তার দাবি উঠেছে।