জয়পুর, ৬ মার্চ (হি.স.): রাজস্থানের সিরোহি জেলায় দ্রুতগামী একটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য এবং তাঁদের বাড়ি গুজরাটের আহমেদাবাদে। রাজস্থানের সিরোহি জেলার আবু রোডে কিভরালি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।
আবু রোডের সার্কেল অফিসার গোমারাম বলেছেন, আবু রোডে কিভরালি গ্রামের কাছে একটি গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৬ জনের। নিহতরা হলেন নারায়ণ প্রজাপত, তাঁর স্ত্রী পশি দেবী, ছেলে দুষ্যন্ত, চালক কালুরাম এবং আরও দু’জন। সবাই আহমেদাবাদের বাসিন্দা।
—————