সন্ত্রাসের মাধ্যমে মানুষকে লুন্ঠন করেছে বিগত বাম সরকার: সাংসদ রাজীব

কল্যাণপুর, ৫ মার্চ : বিজেপি সরকার মানুষের সাথে প্রতারণা করে না। এই কারণেই রাস্তাঘাট, বিদ্যালয় ভবন নির্মাণ সহ কল্যাণপুর বিধানসভার সর্বত্র উন্নয়ন যজ্ঞ চলছে। সন্ত্রাসের মাধ্যমে মানুষকে লুন্ঠন করেছে বিগত বাম সরকার। এভাবেই কল্যাণপুরে বামেদের আক্রমণ করলেন সাংসদ তথা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।

বুধবার বিকেলে কল্যাণপুর বিজেপি মন্ডলের যুবমোর্চার উদ্যোগে কল্যাণপুর বিধানসভার অন্তর্গত চেবরী বাজার স্কুল মাঠে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। তারুন্যের জয়যাত্রা শীর্ষক এই সমাবেশে মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচাৰ্য এবং বিধায়ক তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব। এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। মঞ্চে স্বাগত বক্তব্য রাখেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ।
উপস্থিত ছিলেন কল্যাণপুর মন্ডল সভাপতি নিতাই বল, যুব মোর্চার মন্ডল সভাপতি শুভঙ্কর সেন প্রমুখ।

রাজীব ভট্টাচাৰ্য তার বক্তব্যে বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন, এই সরকার মানুষের সাথে প্রতারণা করে না। এই কারণেই রাস্তাঘাট, বিদ্যালয় ভবন নির্মাণ সহ কল্যাণপুর বিধানসভার সর্বত্র উন্নয়ন যজ্ঞ চলছে। চেবরীর চেহারা বদলে যাচ্ছে। তাঁর কথায়, সিপিআই(এম) এর আমলে কেও কোন হিসাব দিতো না। ছিল শুধু চাঁদাবাজি আর প্রতিদিন কোন ছুতো খুঁজে একটা করে মিছিল। তিনি বলেন সন্ত্রাসের মাধ্যমে মানুষকে লুন্ঠন করেছে বিগত বাম সরকার।

২০১৮ সালে মানুষের আশীর্বাদে যে জগদ্দল পাথরটাকে রাজ্য থেকে সরানো হয়েছে সেই কালো দিন যাতে আর রাজ্যে ফিরে না আসে তার প্রতি নজর রাখতেও বলেন রাজীব ভট্টাচাৰ্য। তিনি বিধায়ক পিনাকী দাস চৌধুরীর অকুণ্ঠ প্রশংসা করে বলেন তার নেতৃত্বে কল্যাণপুর থেকে আস্তাবল ময়দানের সভায় জন সমুদ্র হবে। রাজীব ভট্টাচাৰ্য বক্তব্য রাখার আগে ভাষণ দেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক পিনাকী দাস চৌধুরী প্রমুখ। বিভিন্ন এলাকা থেকে মিছিল করে মানুষ সভায় আসে। বিধায়ক সুশান্ত দেব বলেন সমাবেশ দেখেই স্পষ্ট যে কল্যাণপুরে বিরোধীদের কোন স্থান নেই। বিধায়ক পিনাকী দাস চৌধুরী নানা উন্নয়ন মূলক কাজের খতিয়ান তুলে ধরে জানান বিগত সরকার ও বর্তমান সরকার এর ফারাক এর কথা। বর্তমান সরকার যে সবার বিকাশ সবার উন্নয়নে নিরন্তর কাজ করে যাচ্ছে সেটা বিধায়কের বক্তব্যে ফুটে উঠে।