কর্মসংস্থান সম্পর্কিত বাজেট-পরবর্তী ওয়েবিনারে বুধবার যোগ দেবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): কর্মসংস্থান সম্পর্কিত বাজেট-পরবর্তী ওয়েবিনারে বুধবার যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে এই বিষয়ে।

জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার দুপুর দেড়টায় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে কর্মসংস্থান সম্পর্কিত বাজেট-পরবর্তী ওয়েবিনারে যোগ দেবেন। মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে মানবসম্পদ, অর্থনীতি এবং উদ্ভাবন ক্ষেত্রে বিনিয়োগ। কর্মসংস্থানের প্রসার সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রীর দিশানির্দেশ অনুযায়ী এক্ষেত্রে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ওয়েবিনারে সরকার, শিল্পমহল, শিক্ষাসমাজ এবং নাগরিকদের সমন্বয় এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাজেটের প্রস্তাবগুলির কার্যকর রূপায়ণ নিয়ে আলোচনা হবে। পরিবেশ-বান্ধব এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ হয়ে ওঠা এবং প্রাণবন্ত কর্মীগোষ্ঠী ২০৪৭ নাগাদ বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের অন্যতম চাবিকাঠি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *