খোয়াই, ৫ মার্চ : বুধবার দুপুরে খোয়াই নৃপেন চক্রবর্তী এভিনিউ এলাকায় আবর্জনার স্তুপে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্য। দুপুর প্রায় ১টা নাগাদ খোয়াই নৃপেণ চক্রবর্তী রোড এলাকায় একটি আবর্জনার স্তূপে হঠাৎ আগুন লাগে। আগুন লক্ষ্য করতে পেরে স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল কর্মীরা খবর পেয়ে ছুটে আসে। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। ঘটনাকে কেন্দ্র করে এই এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।
দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে না আনলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারতো বলে অনেকেই আশঙ্কা ব্যক্ত করেছেন।