কলকাতা, ৫ মার্চ (হি.স.): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থা এবং পরবর্তী অশান্তির ঘটনায় রাজ্য পুলিশের গোয়েন্দাদের ব্যর্থতাই দেখছে কলকাতা হাই কোর্ট। উচ্চ আদালতের পর্যবেক্ষণ, গোয়েন্দাদের এমন ভূমিকায় ভবিষ্যতে আরও খারাপ ঘটনা ঘটতে পারে।
বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, ‘‘এত বড় ঘটনা স্পেশ্যাল ব্রাঞ্চের শিক্ষা নেওয়ার জন্য যথেষ্ট।’’ বিচারপতির প্রশ্ন, ‘‘কী ভাবে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে এত জমায়েত হল? গোয়েন্দারা ব্যর্থ হলে আগামী দিনে প্রতিবেশী দেশের মতো পরিস্থিতি তৈরি হবে। সেটা তো হতে দেওয়া যায় না। ওই ভিড় সম্পর্কে পুলিশের গোয়েন্দারা যদি জানতে না পারে, আরও খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে ভবিষ্যতে।’’