১১ মার্চের জনসভাকে সফল করতে সাংগঠনিক বৈঠক কংগ্রেসের

আগরতলা, ৫ মার্চ : ভারতীয় জনতা পার্টির বিবেকানন্দ ময়দানের প্রকাশ্য সমাবেশকে চ্যালেঞ্জ জানিয়ে জাতীয় কংগ্রেস আগামী ১১ মার্চ প্রকাশ্য সমাবেশ করতে চলেছে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুব নেতা কানাইয়া কুমার। কংগ্রেসের এই প্রকাশ্য সমাবেশকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রচার।

আজকে জেলা কংগ্রেসের উদ্যোগে দুর্লভ নারায়ন বাজারে কংগ্রেস অফিসে কংগ্রেসের হয় এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সাংগঠনিক সভা উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী, সহ আরো অন্যান্যরা। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা আশীষ কুমার সাহা জানান, দলীয় এই সমাবেশ সফল করার জন্য এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কংগ্রেসের জনসভাকে সফল করতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে।