আগরতলা, ৩ মার্চ : কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় একলব্য পরিসরে ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত সপ্তদিবসীয় এনইপি- ২০২০ এবং উচ্চশিক্ষা ব্যবস্থার পুনর্গঠনে সম্ভাবনা- বিষয়ক কার্যশালা অনুষ্ঠিত হয়েছে। আজ 3/3/2025 তারিখে একলব্য পরিসরে এই শিক্ষণ প্রশিক্ষণ কার্যশালার উদঘাটন সমারোহ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ( তিরুপতি) অধ্যাপক প্রফেসর শ্রীপদ ভাট মহোদয়। তিনি তাঁর ভাষণে বর্তমানে আধুনিক শিক্ষায় এনইপি- ২০২০ গুরুত্ব আরোপ করেন। ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি- ২০২০ হল একটি নীতি যার লক্ষ্য ভারতে শিক্ষার ব্যাপক উন্নতি সাধন করা। এটি জুলাই 2020 সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয়েছিল৷ এনইপি- ২০২০ হল একুশ শতকের ভারতের প্রথম শিক্ষানীতি৷ উচ্চ শিক্ষায়, এনইপি- ২০২০ শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি এবং সুপারিশ প্রদান করে যার মধ্যে রয়েছে বহুবিভাগীয় এবং সামগ্রিক শিক্ষার দিকে অগ্রসর হওয়া, প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন, জাতীয় গবেষণা ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে মানসম্পন্ন গবেষণার প্রচার এবং প্রসার।
কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরের (ত্রিপুরা) নির্দেশক প্রফেসর প্রভাত কুমার মহাপাত্র মহোদয় উদ্বোধনী অধিবেশনের সভাপতিত্ব করেন। তিনি তাঁর ভাষণে, এনইপি- ২০২০ এবং উচ্চশিক্ষার ব্যাপকতায় সংস্কৃত ভাষার প্রসারতার বিষয়ে আলোকপাত করেন। এই অনুষ্ঠানে একলব্য পরিসরের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, কর্মচারী এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। শন্তিমন্ত্রের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হয়।