শিমলা, ২ মার্চ (হি.স.): আবহাওয়ার উন্নতি হয়েছে হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশের মান্ডি, কুল্লু এবং লাহৌল ও স্পিতি জেলায় শনিবার দুপুরের পর থেকেই আবহাওয়ার উন্নতি হয়েছে, রবিবার দুর্যোগের আর কোনও সম্ভাবনা নেই। সাম্প্রতিক ভারী তুষারপাতের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলিতে মেরামতের কাজ শুরু হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবাও।
উল্লেখ্য, বৃষ্টি ও তুষারপাতের কারণে বিভিন্ন জেলায় বিদ্যুৎ পরিষেবা খারাপভাবে প্রভাবিত হয়েছিল। বিশেষ করে মানালি ও কুল্লুতে বিদ্যুৎ বিভ্রাট চরমে পৌঁছয়। লাহৌল ও স্পিতিও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, বহু রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। অবশেষে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে হিমাচল প্রদেশ।