খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অফ এক্সিলেন্স- এর উদ্যোগে জুডো ও সুইমিং প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ:
খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অফ এক্সিলেন্স এর উদ্যোগে আগরতলা বাধরঘাট রাইমা সুইমিংপুলে জুডো ও সুইমিং প্রতিযোগিতা শুরু হয়েছে। ভারত সরকারের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সহযোগিতায় খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অফ এক্সিলেন্স এর উদ্যোগে দ্য অস্মিতা সিটি লীগ অনুষ্ঠিত হয় আগরতলা বাধারঘাট রাইমা সুইমিংপুলে ।

উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় ,যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। এদিন দুটি ইভেন্টের উদ্বোধন হয়, জুডো ও সুইমিং। শুধু মহিলাদের নিয়ে অস্মিতা সিটি লীগ অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *