বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বসত ঘর

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ মার্চ:
বাড়ির সবাই গিয়েছিলেন কীর্তনে,আর সেই সময় বিধ্বংসী আগুন গ্রাস করে নেয় তাদের বসতঘর। এই মর্মান্তিক ঘটনায় ক্ষতির পরিমাণ ১৫ লক্ষ টাকারও বেশি বলে জানা গেছে। ঘটনা সাব্রুম মহকুমার বটতলা ৬২ কার্ড এলাকার সূত্রধর পাড়ায়।

সাব্রুম মহকুমার বটতলা ৬২ কার্ড এলাকার সূত্রধর পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হলো এক গৃহস্থের বসতবাড়ি। এই মর্মান্তিক ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লক্ষ টাকারও বেশি বলে জানা গেছে স্থানীয় সূত্রে খবর, বটতলা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রত সূত্রধর ও তাঁর পরিবারের সদস্যরা ঘটনার সময় বাড়িতে ছিলেন না। তাঁরা সবাই গৌড় নিতাই কীর্তন উপভোগ করতে থাইবোং এলাকায় যান। বাড়ির দরজা বন্ধ থাকায় কেউ আগুন লাগার বিষয়টি প্রথমে বুঝতে পারেননি। প্রাথমিক অনুমান অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ রূপ ধারণ করে।

এই অগ্নিকাণ্ডে সুব্রত সূত্রধরের সারা জীবনের সঞ্চিত সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির সমস্ত আসবাবপত্র, মূল্যবান রাবার সামগ্রীও পুড়ে গেছে। সুব্রত অটোতে ফেরি করে ওষুধ বিক্রি করতেন, সেই সমস্ত ওষুধও সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ফলে এক রকম রুজি-রোজগারের পথ হারিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *