নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ:
রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ কাঞ্চনপুর মহকুমার আনন্দবাজারের সাধক রতনমনি সেবা সদন আয়োজিত শিশু সঙ্গম বার্ষিক উৎসবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, ‘সাধক রতনমনি সেবা সদন’ একটি সামাজিক সংস্থা। ১৯৯২ সাল থেকে আনন্দবাজার এলাকায় শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে এই সংস্থা কাজ করছে। বর্তমানে এই সামাজিক সংস্থার অধীনে ৩টা বিদ্যালয়, ৪টি ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল রয়েছে। যাতে প্রায় ১ হাজার ছাত্রছাত্রী রয়েছে। রাজ্যপাল আরও বলেন, এই সামাজিক সংস্থার কর্মকান্ড সমাজের প্রতি নিঃস্বার্থ সেবার মনোভাব, সংস্কৃতির বিকাশ ও সামাজিক দায়বদ্ধতা প্রদর্শন করে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া।
2025-03-02