বিলোনিয়ার পুরপরিষদের উদ্যোগে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর ৮ সদস্যের এক প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া,২ মার্চ:
বিলোনিয়া শহরকে আরো উন্নত করতে কাজ করে চলছে বিলোনিয়া পুর পরিষদ ও বিভিন্ন পঞ্চায়েত নগর পঞ্চায়েত। পুর পরিষদের পাশাপাশি বিলোনিয়া পুর পরিষদের বোর্ড কাজ করে চলছে শহরের পয়প্রণালী থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা, মানুষের বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ এবং মানুষের স্বাচ্ছন্দ্য জীবন যাপনের জন্য যা প্রয়োজন তা করে চলছে এই পুর বোর্ড।

পুর পরিষদের অন্তর্গত সমস্ত নাগরিকের স্বচ্ছ ও আয়রনমুক্ত পাণীয় জল নিশ্চিত করার জন্য কাজ করে চলছে। বর্তমানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় এবং ত্রিপুরা আরবান প্ল্যানিং ডেভেলপমেন্টের পরিকল্পনা অনুসারে বিলোনিয়া শহরে পাঁচটি আয়রন রিমুভ্যাল প্লান্ট সহ ডিপ টিউবওয়েল এর কাজ সম্পন্ন হয়ে গেছে এবং পাশাপাশি দুটি ওভারহেড ট্যাংকের কাজ চলছে।

আজ এই কাজ পরিদর্শনে আসেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর ৮ সদস্যের এক প্রতিনিধি দল। যার মধ্যে রয়েছে জাপানের প্রতিনিধিরাও। এই প্রতিনিধি দলের সাথে রয়েছে রাজ্যের টুডার প্রতিনিধিগন। প্রতিনিধি দলটি বিলোনিয়া শহরের প্রস্তাবিত ডিপ টিউবওয়েল এবং আয়রন রিমুভ্যাল প্লেন্টগুলি সরজমিনে পরিদর্শন করেন।

প্রতিনিধি দলে ছিলেন তোমো ওয়েডা( প্রিন্সিপাল আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট, এডিবি), বিভাস কুমার(সিনিয়র প্রজেক্ট অফিসার আরবান(এডিবি),
মিহির কান্তি গোপ (চিফ ইঞ্জিনিয়ার ইউ ডিডি এবং প্রজেক্ট কোঅর্ডিনেটর, টিইউটিডিপি প্রজেক্ট) সহ অন্যান্য আধিকারিকগণ।

মূলত এই ডিপ টিউবয়েল গুলি হচ্ছে ১০০০০ গ্যালন ক্ষমতা সম্পন্ন এবং সাথে ৩০০ কিলো লিটার ক্ষমতা সম্পন্ন আয়রন রিমুভ্যাল প্লান্ট, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে এই প্রকল্প গুলি রূপায়নের জন্য মোট ৫৩ কোটি টাকা ব্যায় করা হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ত্রিপুরা রাজ্য আরবান প্ল্যানিং ডেভেলপমেন্ট দফতরের মুখ্য বাস্তুকার মিহির কান্তি গোপ তিনি জানান এই প্রকল্প গুলি সম্পন্ন করতে সময় ধরা হয়েছে তিন বছর তবে আশাবাদী দু’বছর ছয় মাসের মধ্যেই এই প্রকল্পের কাজ গুলি সম্পন্ন হবে, তিনি আরো বলেন ত্রিপুরার উন্নয়নের ক্ষেত্রে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন শহর গুলি উন্নয়নে বিদ্যুতায়ন থেকে পানীয় জল সবকিছুতেই সহযোগিতা করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তিনি বলেন মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের আওতায় এই কাজগুলি চলছে। বিলোনিয়া শহরে আরো ড্রেন এবং রাস্তার কাজ হবে বলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায়,তিনি বলেন পানীয় জলের জন্য পুরোনো পাইপলাইন গুলি সরিয়ে নতুন পাইপলাইন বসানো হবে পাশাপাশি আরো প্রায় ২৫ কিলোমিটার নতুন পাইপলাইন সংযোগ করা হবে। প্রতিক্রিয়া দিতে গিয়ে বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ বলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় যে কাজগুলি হচ্ছে সেগুলি আধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *