রীবা, ১ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশের গান্ধী স্মৃতি হাসপাতালের গাইনোকোলজি বিভাগে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শুক্রবার সি-সেকশন ডেলিভারির পর ৫ জন প্রসূতি অচেতন হয়ে পড়েন। তাঁদের স্মৃতিশক্তি লোপ পায়, এমনকি পরিবারের সদস্যদেরও চিনতে পারছিলেন না। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চিকিৎসকরা আশঙ্কা করছেন, এটি ওষুধজনিত প্রতিক্রিয়ার কারণে ঘটতে পারে।
সূত্রের খবর , শুক্রবার গান্ধী স্মৃতি হাসপাতালের গাইনোকোলজি বিভাগে ৭-৮টি সি-সেকশন ডেলিভারি সম্পন্ন হয়। নবজাতকেরা সুস্থ থাকলেও ৫ জন মায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটে। অপারেশনের পর তাঁরা দীর্ঘ সময় ধরে জ্ঞান ফেরাননি। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলেও তাঁরা সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়েন এবং কাছের মানুষদের চিনতে পারছিলেন না। এই পরিস্থিতি দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং হাসপাতালের কর্মীদের বিষয়টি জানান। এরপর চিকিৎসকদের উপস্থিতিতে তদন্ত শুরু হয়।
হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ রাহুল মিশ্র জানিয়েছেন, “এটি ওষুধের প্রতিক্রিয়ার ফলাফল হতে পারে। তবে নিশ্চিত হতে তদন্ত চলছে।” প্রসূতিদের শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেলিভারির সময় নিয়মিত প্রয়োগ করা ওষুধ ও ইনজেকশনই দেওয়া হয়েছিল। কোনও বিশেষ ওষুধ ক্ষতিকর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।পরবর্তী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে।
অচেতন মহিলাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁদের হাত-পা নড়াচড়া করতেও অসুবিধা হচ্ছে। এক রোগীর আত্মীয় বলেন, “আমার ভাগনীর অপারেশন ঠিকঠাক হয়েছিল, কিন্তু তারপর থেকে সে একদমই নড়াচড়া করছে না, কিছু বলতেও পারছে না।” আরেকজন রোগীর স্বামী, বলেন, “আমার স্ত্রী অপারেশনের পর সুস্থ ছিল, কিন্তু এখন সম্পূর্ণ অচেতন। হাত-পা পর্যন্ত নাড়াতে পারছে না।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন , এই অস্বাভাবিক পরিস্থিতির কারণ জানতে ওষুধের নমুনা পরীক্ষা করা হবে। ড্রাগস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
—————