আগরতলা, ১ মার্চ: ত্রিপুরার সহায়ক দলের মহিলাদেরকে সশক্তকরণ করার লক্ষ্যে কেন্দ্র এবং রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার এক আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানে সহায়ক দলের সদস্যদের হাতে ঋণের চেক তুলে দিয়েছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
প্রসঙ্গত, মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য এবং তাদের কাজকর্ম বৃদ্ধি করার জন্য ঋণের প্রয়োজন। অসহায়ক দলের মহিলাদেরকে সহজ শর্তে ঋণ দেওয়ার ক্ষেত্রে এগিয়ে এসেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই ব্যাংকের বিভিন্ন শাখা ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত সহায়ক দলের মহিলা প্রতিনিধিদের জন্য ঋণ মঞ্জুর করেছে।
এদিন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, আরো ব্যাপক হারে মহিলাদেরকে ঋণ দেওয়ার জন্য। জাতীয় স্তরের ব্যাংকগুলো তুলনায় অনেক কম ঋণ দিচ্ছে। তাই তারা যেন আরও বেশি করে ঋণ দেওয়ার কাজে এগিয়ে আসে এই আহবান রাখেন। তিনি আরও বলেন, তুলনামূলকভাবে আঞ্চলিক বেঙ্গলি রিং বেশি দিচ্ছেন। এদিনের এই কর্মসূচিতে বিভিন্ন ব্যাংকের আধিকারিক এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সহায়ক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।