আহমেদাবাদ, ১ মার্চ (হি.স.): বুলেট ট্রেনের জন্য আগ্রহান্বিত দেশবাসীকে সুখবর দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার রেলমন্ত্রী বলেছেন, “প্রায় ৩৬০ কিলোমিটার বুলেট ট্রেনের কাজ শেষ হয়েছে, (উদ্ধব) ঠাকরে অনুমতি না দেওয়ার কারণে আমাদের যে আড়াই বছরের ক্ষতি হয়েছিল, আমরা তাও পূরণ করার চেষ্টা করছি। বুলেট ট্রেনের কাজ মহারাষ্ট্র বিভাগও ভালোভাবে এগিয়ে চলেছে। সমুদ্রের নিচের টানেলের প্রায় ২ কিলোমিটার প্রস্তুত।”
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন আহমেদাবাদে জাতীয় হাই-স্পিড রেল প্রকল্প পরিদর্শন করেছেন। আহমেদাবাদে জাতীয় হাই-স্পিড রেল প্রকল্পের পরিদর্শনের সময়, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৪৮ নম্বর জাতীয় সড়ক-এ স্টিল ব্রিজ ইনস্টলেশন সাইট পরিদর্শন করেন। রেলমন্ত্রী এদিন বলেছেন, “বুলেট ট্রেন প্রকল্পে, অনেক জায়গায় কিছু অনন্য নির্মাণ আছে। এই সেতুটি ১১০০ টনের বেশি। এর অনেকগুলি বিশেষায়িত উপাদান ভারতে তৈরি, এবং অনেকগুলি উপাদান ভারতে ডিজাইন করা হয়েছে। এখানে যে দলটি কাজ করছে তারা সেতু নির্মাণের বিশেষজ্ঞ – এই দলটিই আঞ্জি এবং চেনাব সেতুতে কাজ করেছে।”
—————