আমৌসি বিমানবন্দরের রানওয়ে সংস্কার, ১৫ জুলাই পর্যন্ত বাতিল একাধিক বিমান

লখনউ, ১ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে (আমৌসি বিমানবন্দর) রানওয়ে সংস্কারের কাজ শুরু হয়েছে। এর ফলে শনিবার থেকে প্রতিদিন ৮ ঘণ্টা রানওয়ে বন্ধ রাখা হবে। এই কাজ ১৫ জুলাই পর্যন্ত চলবে এবং এর ফলে প্রায় ১৬টি বিমান বাতিল করা হয়েছে।

বিমানবন্দর মুখপাত্র রূপেশ কুমার জানান, টার্মিনাল-৩-এর রানওয়ের সংস্কারের কাজ শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এই সময়ে ইন্ডিগোর ৯টি সহ মোট ১৬টি বিমান বাতিল করা হয়েছে। দিল্লি, মুম্বই ও ইন্দোরগামী বিমানের সংখ্যা কমানো হয়েছে। তবে সকাল ১০টার আগে এবং সন্ধ্যা ৬টার পর স্বাভাবিকভাবে প্রায় ১৩২টি বিমান পরিষেবা চালু থাকবে। বর্তমানে দেশীয় ও আন্তর্জাতিক বিমান মিলিয়ে প্রতিদিন প্রায় ১৫৫টি উড়ান ওঠানামা করে এখানে। মুখপাত্র আরও জানান, রানওয়ের এই রক্ষণাবেক্ষণ–এর কাজ বিমানবন্দরকে আরও আধুনিক ও নিরাপদ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *