শ্রীনগর, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : রাতভর তুষারপাতের ফলে শুক্রবার সকাল থেকে খারাপ আবহাওয়ার কারণে শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছিল। তবে সকাল ১১:০০ টা থেকে পুনরায় বিমান পরিষেবা চালু হয়েছে। সকাল ১১:১২ মিনিটে নয়াদিল্লি থেকে একটি বিশেষ বিমান শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান পরিষেবা চালু হলেও কাশ্মীর উপত্যকাকে বাইরের বিশ্বের সঙ্গে সংযোগকারী একমাত্র রাস্তা, জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক এখনও বন্ধ রয়েছে। রামসু ও কাজিগুন্ডের মধ্যে তুষারপাতের কারণে রাস্তা ঢেকে গিয়েছে। এছাড়াও, নাশরি ও নবযুগ টানেলের মধ্যে পাথরধস, ভূমিধস ও কাদা ধসের ঘটনা ঘটছে। কর্তৃপক্ষ যাত্রীদের জাতীয় সড়ক এড়ানোর পরামর্শ দিয়েছে এবং যাত্রার আগে ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।