আগরতলা, ২৭ ফেব্রুয়ারি: নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে এনসিসি থানার পুলিশ। এক বাড়িতে অভিযান চালিয়ে ৬ গ্রাম ব্রাউন সুগার এবং ১০০ খালি কৌটা এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। সাথে নেশাকারবারির সাথে জড়িত এক যুবকের আটক করা হয়েছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গভীর রাতে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে খবর আসে দূর্জয়নগর এলাকার বাসিন্দা সাগর দেবনাথের বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। ওই খবরের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ অভিযান চালিয়েছে। তার বাড়িতে অভিযান চালিয়ে ৬ গ্রাম ব্রাউন সুগার, ১০০টি ব্রাউন সুগারের খালি কৌটা এবং নগদ টাকা উদ্ধার করে পুলিশ।
তিনি আরও জানিয়েছেন, বাড়ির মালিককে আটক করা হয়নি। বিপ্লব দেবনাথ নামে এক যুবককে আটক করা হয়েছে। সেও নেশা সামগ্রী ক্রয় বিক্রয়ে সাথে জড়িত রয়েছে। উদ্ধারকৃত নেশা সামগ্রী গুলির আনুমানিক বাজার মূল্য ৪২৮০ টাকা হবে।