ডোডা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): বৃহস্পতিবার ডোডা জেলার জিরো মোড়ের কাছে একটি ইকো গাড়ি রাস্তা থেকে পিছলে প্রায় ১৫-২০ ফুট নীচে পড়ে যায়। তাতে ৫ যাত্রী আহত হয়।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, একটি ইকো গাড়ি জিরো মোড়ের কাছে রাস্তা থেকে পিছলে প্রায় ১৫-২০ ফুট নীচে পড়ে যায়। গাড়িটি চিরা থেকে থাথরির দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। তিনি জানান, আহতদের চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে।
—————