আগরতলা, ২৭ ফেব্রুয়ারি : বিকল্প ব্যবস্থা না করে লেক চৌমুহনী বাজার ভেঙে ফেলার ঘটনায় পুর নিগমকে কাঠগড়ায় দাঁড় করালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেন, যখন অবৈধভাবে বাজারে ঘরগুলি গড়ে উঠছিল, তখন পুর নিগমের মেয়র, কমিশনার কিছুই বলেননি। বিপুল টাকার লেনদেনের মাধ্যমে ঘরগুলি অবৈধভাবে গড়ে উঠেছিল। তখন পুরনিগম তাদের কোনো ধরনের বাধা দেয়নি। কিন্তু এখন প্রচুর টাকা খরচ করে ঘর বানিয়ে যখন ব্যবসায়ীরা বসেছেন বাজারে তখন বিকল্প ব্যবস্থা না করে ব্যবসায়ীদের উৎখাত করে দেওয়া হয়েছে। অবিলম্বে বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছেন মেয়র।
এদিকে প্রদেশ কংগ্রেসের তরফে এই বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ জনবিরোধী ট্রিপল ইঞ্জিনের সরকার এবং ছাপ্পা ভোটের পুরনিগম আরও একবার তাদের শ্রমজীবী জনগণ বিরোধী নগ্ন স্বৈরাচারী আক্রমণের ঘটনা প্রত্যক্ষ করল আগরতলার লেক চৌমুহনিস্থিত শত-শত ক্ষুদ্র ব্যবসায়ী এবং হকাররা। শত-শত হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীর রুটি রুজির উপকরণ ভেঙে দেওয়া সহ এবং মালামাল লুট করে নিয়ে গেলো রাজ্য সরকারের পুলিশের সহযোগে পুর কর্তৃপক্ষ। এই ঘটনা বহুল প্রচারতি প্রবাদবাক্য ‘মরার উপর খাঁড়ার ঘাঁ’র মতো। রাজ্যের এই ট্রিপল ইঞ্জিনের সরকার গোটা রাজ্যের বিভিন্ন জনবহুল এলাকা, বাজার ইত্যাদি স্থানে কখনও সৌন্দর্যায়ন, কখনও রাস্তাঘাট সম্প্রসারণ বা নিকাশি ব্যবস্থার উন্নয়ন এসব কথা বলে রাজ্যের অন্যান্য স্থানের ন্যায় আগরতলা শহরেও প্রায়শই খেয়ালখুশি মতো হকার সহ ছোট ছোট দোকানিদের হুজ্জতি, উচ্ছেদ, মালামাল লুট এগুলি চালিয়ে যাচ্ছে।
তথাকথিত সৌন্দর্যায়ন, রাস্তাঘাট সম্প্রসারণ নিকাশি ব্যবস্থার উন্নয়ন এসব কিছু থেকেও তাদের হেয়ালিপনা এবং তথাকথিত বিজেপি দলের একটা অংশের নেতা-কার্যকর্তাদের অবৈধভাবে অর্থ উপার্জনের সুযোগ করে দেওয়াটাই মুখ্য হয়ে উঠেছে। সেক্ষেত্রে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট নির্দেশ এবং গাইডলাইন মোতাবেক কল্যাণকামী ইউপিএ সরকার দেশের কোটি কোটি হকার ও ছোট ছোট ব্যবসায়ী যারা স্বউদ্যোগে উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ সহ জাতীয় অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, তাদের কথা বিবেচনা করে ইউপিএ সরকার যে আইন রচনা করেছিলো, যার মূল কথাই ছিলো হকার, ছোট ছোট দোকানিদের বিকল্প পুনর্বাসন না করে যখন তখন কোনওরকম উচ্ছেদ করা যাবে না।
বিজেপি সরকার এবং পুরনিগম এসবকে উপেক্ষা করেই জবরদস্তিমূলক আচরণ করে চলছে। আমরা প্রদেশ কংগ্রেস গোটা রাজ্যের উন্নয়ন, সৌন্দর্যায়ন, রাস্তাঘাট সম্প্রসারণ, নিকাশি ব্যবস্থার উন্নয়ন এসবের বিরুদ্ধে নয়, আমরা চাই এসব ক্ষেত্রে সুষ্ঠু পরিকল্পনা রূপায়ণের লক্ষ্যেই রাজ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ হকার এবং ছোট ছোট দোকানিদের তাদের স্বার্থ যাতে সুরক্ষিত হয় সেই ক্ষেত্রে অন্যায়ভাবে তাদের উচ্ছেদ এবং মালামাল নষ্ট এগুলি বন্ধের দাবি জানিয়ে আসছি। আবারও আমরা আজ লেক চৌমুহনি বাজারে এই যে অমানবিক আক্রমণ সংঘটিত করলো পুরনিগম এর তীব্র নিন্দা করছি, পাশাপাশি সরকার এবং পুর নিগমের কাছে জোরালো দাবি করছি, লেক চৌমুহনি বাজারের ছোট ছোট সমস্ত ব্যবসায়ীদের যে মালামাল ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ সহ অবিলম্বে উপযুক্ত জায়গায় বিকল্প পুনর্বাসন সাপেক্ষে তাদের সকলেই স্ব স্ব স্থানে ব্যবসা করে জীবিকা নির্বাহ করার সুযোগ করে দেওয়ার জন্য।

