আগরতলা, ২৭ ফেব্রুয়ারি: আজ প্রদেশ কার্যালয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মূলত আগামীদিনে পার্টির রণকৌশল নিয়ে বৈঠক করা হয়েছে।
আজ মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার উপস্থিতিতে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের পৌরহিত্যে আজ এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য, রাজ্য মন্ত্রিসভার সদস্য রতনলাল নাথ। তাছাড়া উপস্থিত ছিলেন নবনির্বাচিত জেলা সভাপতিরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন,
আজকের এই বৈঠক থেকে পরবর্তী সাংগঠনিক কার্যক্রম ঠিক করা হবে। পাশাপাশি কিছুদিনের মধ্যেই রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে পারে বলে জানান তিনি।