সোনামুড়া, ২৬ ফেব্রুয়ারি: কর্মরত অবস্থায় মাটি চাপা পড়ে মৃত্যু এক শ্রমিকের। বুধবার বিকেল প্রায় সোয়া ৪ টায় কর্মরত অবস্থায় মাটি চাপা পরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক শ্রমিকের। আহত হয়েছেন আরো ২ জন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে সোনামুড়া থানাধীন ইন্দুরিয়া এলাকায়। নিহত শ্রমিকের নাম মদন মজুমদার(৩৭)। বাড়ি সোনামুড়া মহকুমার নলছড়-এর কাঁঠালিয়ামুড়া এলাকায়। আহত দুই শ্রমিক সুমন দেববর্মা ও তরুণ ত্রিপুরা। তাদের বাড়ি ধলাই জেলার আমবাসার মনু এলাকায়।
সোনামুড়ার ধনপুর থেকে ইন্দুরিয়া পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ চলছে বিগত প্রায় মাসখানেক যাবৎ। রাস্তার একটি বক্স কালভার্ডের নির্মাণ কাজ করছিলেন রাস্তাটির নির্মাণ কাজে নিয়োজিত প্রায় ৭ জন শ্রমিক। বক্স কালভার্ডের পেলাসেটিং ওয়ালের কাজ করছিলেন মদন মজুমদার। তখন ওপর থেকে মাটির ধস নামে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আহত হয় বাকি ২ জন শ্রমিক।
খবর পেয়ে কাঠালিয়া দমকল বিভাগের কর্মীরা কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় নিহতের দেহ। বাকি ২ শ্রমিক চিকিৎসার জন্য আসে ধনপুর প্রাথমিক স্ব্যাস্থ্য কেন্দ্রে। পরবর্তী সময় নিহত ব্যক্তির দেহ কাঠালিয়া থেকে ধনপুর হয়ে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। কারন ঘটনাস্থল সোনামুড়া থানার অন্তর্গত। সন্ধ্যায় সোনামুড়া থানার পুলিশ তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। আগামীকাল সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে হবে নিহত শ্রমিকের ময়না তদন্ত।

