দুবাই, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পর বুধবার আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন ভারতের ওপেনার শুভমান গিল ।
গত সপ্তাহে দুবাইতে অনুষ্ঠিত গ্রুপ এ-এর ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০১ এবং পাকিস্তানের বিপক্ষে ৪৬ রানের ইনিংস খেলেন গিল। এর ফলে ২১ রেটিং পয়েন্ট বৃদ্ধি করে ৮১৭ রেটিং পয়েন্টে উন্নীত হয়েছেন গিল। যার ফলে দ্বিতীয় স্থানে থাকা বাবর আজমের সাথে গিলের ব্যবধান ২৩ থেকে ৪৭ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।
আর পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলে বিরাট কোহলি নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছেন।

