ছত্তরপুর, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার মধ্যপ্রদেশের ছত্তরপুড়ে বাগেশ্বরধাম যান। সেখানে তিনি গণবিবাহ অনুষ্ঠানে অংশ নেন। নব দম্পতিদের আশীর্বাদ জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, দেশ এখন মহিলাদের উন্নয়নের পরে মহিলাদের নেতৃত্বে উন্নয়নে জোর দিয়েছে। প্রত্যেক পরিবারের উচিত কন্যাদের সক্ষম ও স্বনির্ভর করে তোলা।
রাষ্ট্রপতি মুর্মু আরও বলেছেন, ভারতীয় পরম্পরায় সাধকগণ শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের কাজ এবং কথার মাধ্যমে মানুষকে পথ দেখিয়েছেন। তাঁরা সমাজে ছড়িয়ে থাকা কুসংস্কার সম্পর্কে মানুষকে সচেতন করেছেন এবং অস্পৃশ্যতা ও বৈষম্য দূর করার শিক্ষা দিয়েছেন। এই অনুষ্ঠানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবও উপস্থিত ছিলেন।