বিলোনিয়া, ২৬ ফেব্রুয়ারি : বুধবার সন্ধ্যায় বিলোনীয়া – ঋষ্যমুখ সড়কের ঝড়ঝড়ি এলাকায় বাইকের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির।।মৃত ব্যক্তি বিলোনীয়া মির্জাপুর (মেচ ফ্যক্টরি) এলাকার ভানু সেন (৬৫)। তিনি পেশায় দৈনিক শ্রমিক। বিলোনীয়া থানার অন্তর্গত সাতমুড়া এলাকার রাহুল মজুমদার নিজের টি আর ০৮ বি ৮৯৭৬ বাইক নিয়ে ঋষ্যমুখ থেকে বিলোনীয়া নিজ বাড়ীতে ফেরার পথে ঝড়ঝড়ি এলাকায় তাকে সজোড়ে ধাক্কা দেয়।
ঘটনাস্থল থেকে আহত ব্যাক্তিকে উদ্ধার করে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বিলোনীয়া হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ বাইক চালক রাহুল মজুমদারকে গ্রেপ্তার করেছে।

