আগরতলা, ২৪ ফেব্রুয়ারি: পুষ্পবর্ষণ ও চন্দনের ফোটায় পরীক্ষার্থীদের বরণ করলো এবিভিপি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৫ ইংরেজি শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা।সোমবার উচ্চমাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা সমগ্র রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে বিশালগড় মহকুমার বনেদি স্কুল বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, কড়ুইমুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়েও শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা। এই পরীক্ষা কেন্দ্রে বিশালগড় মহকুমার মোট সাতটি স্কুলের ৬০০ ছাত্রছাত্রী পরীক্ষায় বসছে।
সংবাদমাধ্যমে জানান বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল দাস। পরীক্ষার্থীরা যাতে নির্ভিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারে তার সমস্ত প্রস্তুতি চূড়ান্ত ছিল। বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পাশাপাশি পরীক্ষার্থীদের পরীক্ষা হলে পাঠিয়ে দিয়ে অভিভাবক অভিভাবিকার কাঠফাটা রোদে দাঁড়িয়ে থাকতে না হয় সেই কথা মাথায় রেখে বিশালগড়ের বিধায়কের মস্তিষ্ক প্রসূত ভাবনা প্রশান্ত নিলয়ের ব্যবস্থা করেন বিধায়ক।প্রশান্ত নিলয়ে অভিভাবক অভিভাবিকারা স্বস্তিতে বসে জল পান করার ব্যবস্থাও রেখেছেন বিধায়ক সুশান্ত দেব।
বিধায়কের এই ব্যবস্থাপনায় অভিভাবক অভিভাবিকা মহলে আনন্দের বহিঃপ্রকাশ ঘটেছে।
অন্যদিকে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জেলা কর্মকর্তারা পরীক্ষার্থীদের পুষ্পবর্ষণ এবং চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে পরীক্ষার্থীদের হলে পাঠানোর ব্যবস্থা করেছেন। সব মিলিয়ে আনন্দ ও উৎসুকের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষা দিতে পারে তার সমস্ত ব্যবস্থা করা হয়েছে বিশালগড়ে। পরীক্ষার্থীরা যথাসময়ে যেন তাদের সেন্টারে পৌঁছাতে পারে সেদিকে লক্ষ্য রেখে বিধায়ক বিশালগড় মোটর স্ট্যান্ডে সমস্ত অটো গাড়ির ব্যবস্থা করেছেন।
একই চিত্র লক্ষ করা গেছে উত্তর জেলার ধর্মনগরেও। রাজ্যে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় অখিল ভারতীয় বিদ্যার পরিষদ ধর্মনগর নগর শাখার পক্ষ থেকে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর নগর শাখার পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। ধর্মনগর মহকুমার যে সকল বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার রয়েছে সে সকল সেন্টারে আসা পরীক্ষার্থীদের চন্দনের ফোঁটা দিয়ে শুভেচ্ছা জানান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ধর্মনগর নগর শাখার সদস্য সদস্যাগণ। তাছাড়া সকল পরীক্ষার্থীদের উপর পুষ্পবৃষ্টি করে হাতে কলম তুলে দেওয়া হয় বলে জানান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর নগর শাখার সম্পাদক অনিকেত দেব।
গোটা রাজ্যের সাথে কমলপুর বিভিন্ন স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। আজ উচ্চমাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে কমলপুরের বিভিন্ন স্কুলে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তাদের খুবই তৎপর থাকতে দেখা গেছে।
সরকারি নিয়মানুযায়ী কমলপুর এক স্কুলের ছাত্র ছাত্রীদের অন্য স্কুলগুলিতে সিট পড়েছে। ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিক পরীক্ষা ভালভাবে দেওয়ার লক্ষ্যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কমলপুর শাখার কর্মকর্তারা পরিক্ষার্থীদের চন্দনের ফোঁটা ও ফুল ছিটিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এই চিত্র দেখা গেছে কমলপুর শহরের মাদ্রাসা দ্বাদশ শ্রেণী, পিএম শ্রী কৃষ্ণ চন্দ্র বালিকা দ্বাদশ শ্রেণী এবং কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রবেশ দ্বারে। এতে প্রতি পরিক্ষার্থীরা বেশ খুশি হয়েছেন।