আগরতলা, ২৪ ফেব্রুয়ারী : গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে এক তরুণী বধূ। কিন্তু কিভাবে সে গুলিবিদ্ধ হয়েছে এখনো জানা যায় নি। ওই ঘটনায় আমবাসা উপনগরে আতঙ্ক ছড়িয়েছে। বর্তমানে কুলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে ওই বধূ ।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আমবাসা উপনগর এলাকার বাসিন্দা তরুণী বধূ নীলিমা রিয়াং ( ২৭) হঠাৎ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। কোনোভাবে প্রাণে বেঁচে সে। সাথে সাথে পরিবারের সদস্যরা দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা তাঁকে উদ্ধার করে কুলাই জেলা হাসপাতালে নিয়ে গিয়েছেন। বর্তমানে সে কুলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।