সোনামুড়ায় সাউন্ড বক্স নিয়ে বিবাদ, বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই

সোনামুড়া, ২৩ ফেব্রুয়ারি : সাউন্ড বক্স এর আওয়াজ নিয়ে বিবাদের জেরে বড় ভাইয়ের হাতে খুন হলো ছোট ভাই। ঘটনাটি ঘটেছে সোনামুড়া মহকুমার তৈবান্দাল ধনমুড়া এলাকায়।

পুলিশ সূত্রে খবর, বড় ভাই বিজয় দেববর্মা বাড়িতে সাউন্ড বক্সে জোরে গান বাজাচ্ছিল। ছোট ভাই অমিতাভ বচ্চন আওয়াজ কমাতে বললে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়া এক পর্যায়ে মারাত্মক আকার ধারণ করে এবং বিজয় তার ছোট ভাই অমিতাভকে দা দিয়ে কোপাতে শুরু করে। ঘটনাস্থলেই অমিতাভের মৃত্যু হয়।

এই ঘটনায় মৃতের স্ত্রীও আহত হয়েছেন। তিনি বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত বড় ভাই বিজয় দেববর্মা ঘটনার পর থেকে পলাতক। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।