ফুলবাড়ীকান্দি যুবসমাজ ও গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের সেরার শিরোপা দখল করল বাবুরবাজার ডিলার অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৩ ফেব্রুয়ারি:
কৈলাসহর মহকুমার অধীন ফুলবাড়ীকান্দি যুবসমাজ ও
গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের আজ ছিল ফাইনাল ম্যাচ। শিরোপা অর্জন করে বাবুরবাজার ডিলার অ্যাসোসিয়েশন। ঊনকোটি জেলা কৈলাশহর, কৈলাশহর ফুলবাড়ীকান্দি যুবসমাজ এবং গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্ট।

উক্ত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছিল গত ২৬ জানুয়ারি ২০২৫। দল বাছাই, সেমিফাইনাল শেষে আজ ছিল ফাইনাল অর্থাৎ চূড়ান্ত ম্যাচ। আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হয় ফুলবাড়ীকান্দি ক্ষেতের মাঠে। খেলা অনুষ্ঠিত হয় বিকাল তিন ঘটিকায়। আজকের এই খেলা অনুষ্ঠিত হয় বাবুরবাজার ডিলার অ্যাসোসিয়েশন এবং কৈলাসহর কনক পুর গ্রাম পঞ্চায়েতের আশরাফ হারুন একাদশ এই দুটি দলের মধ্যে। টানটান উত্তেজনায় খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাটি পরিচালনা করেন স্বনামধন্য রেফারি সুমন্ত পাল।

প্রাণমন্ত হয়ে ওঠে ফুলবাড়ীকান্দি খেলার মাঠ। খেলার প্রথম আর্ধে কনকপুর হারুন একাদশ একটি গোল করে এগিয়ে থাকলেও কিছুক্ষণ পর এ গোল পরিশোধ করে ফেলে বাবুর বাজার ডিলার অ্যাসোসিয়েশন। প্রথম আর্ধের বিরতির পর দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে দুই এক গোলে জয়লাভ করে বাবুর বাজার ডিলার এসোসিয়েশন। আনন্দে বাজি ফটকা ফুঁটিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে বাবুর বাজার ডিলার অ্যাসোসিয়েশনের সমর্থকরা। চ্যাম্পিয়ন ট্রফি এবং নগদ চল্লিশ হাজার টাকা অর্জন করে বাবুর বাজার ডিলার এসোসিয়েশন।

অন্যদিকে রানার্স ট্রফি এবং নগত ২৫ হাজার টাকা অর্জন করে নে কনকপুর হারুন আশরাফ একাদশ। এদিকে উক্ত খেলায় বিশেষ সাহায্যের হাত বাড়িয়ে দে স্বপ্নচূড়া সামাজিক সংস্থা এবং নিউজ ত্রিপুরা চ্যানেল ও দৈনিক জাগরণ পত্রিকা। খেলা উপভোগ করতে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়, ফলে এক অন্যরকম উন্মাদনা লক্ষ্য করা গেছে। দর্শকদের মাঝে একে একে বিজয়ী এবং রানার্স দলদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আজকের এই ফুটবল খেলা উপভোগ করতে মাঠের পাশে ফুটবল খেলা দেখতে-দেখা যায় ৫৩ বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশিষ্ট সমাজসেবী বিরজিৎ সিনহাকে। উপস্থিতি ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিশ্বরূপ গোস্বামী,পাশাপাশি উপস্থিত ছিলেন সমাজসেবী ডাক্তার সাইফুল ইসলাম ফুলবাড়ীকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুন্দর মিয়া ঐ পঞ্চায়েতের বর্তমান নির্বাচিত পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্য সহ লাঠিয়াপুড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মানিক মিয়া , সমাজসেবী রনু মিয়া ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিকে বিজয়ী বাবুরবাজার ডিলার এসোসিয়েশনের একজন ডিলার ক্যামেরার সম্মুখীন হয়ে জানান এই প্রথম ডিলার অ্যাসোসিয়েশন কোন খেলায় বিজয়ী শিরুপা অর্জন করল এতে অত্যন্ত খুশি ডিলার অ্যাসোসিয়েশনের অন্যান্য ডিলার বৃন্দ। আগামী দিনে যদি এই এসোসিয়েশনের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায় তবে আরো অগ্রসর হবে এই অ্যাসোসিয়েশন-খেলার প্রতি একতা ও জানান এই রেশন ডিলার। তবে ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েত এবং যুব সমাজের উদ্যোগে যে ফুটবল খেলার আয়োজন করেছে ক্রীড়া প্রেমীরা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *