প্রয়াগরাজ, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): চলতি সপ্তাহে বুধবার (২৬ ফেব্রুয়ারি) শিবরাত্রির দিন শেষ শাহি স্নান।সেসময় মহাকুম্ভে পুণ্যস্নানে পুণ্যার্থীদের ভিড় আরও বাড়বে বলে মনে করছে প্রশাসন। রবিবার সেখানকার জেলাশাসক জানিয়েছেন, প্রশাসনিক স্তরে সতর্কতা অবলম্বন করা হয়েছে। পুণ্যার্থীদের যাতে কোনওরকম সমস্যায় না পড়তে হয় তা নিশ্চিত করতে সব রকম বন্দোবস্ত করা হচ্ছে। সতর্ক করা হয়েছে পুলিশকেও।
2025-02-23