বিলোনিয়া, ২২ ফেব্রুয়ারি:- গোটা বিলোনিয়া জুড়ে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ তুলে ক্ষোভ ব্যক্ত করেন সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কার্যালয়ে বাম বিধায়ক দীপঙ্কর সেন।
তিনি বলেন, বিলোনীয়ার শহর এবং গ্রাম সর্বত্র তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। বিলোনীয়া পুরসভার অনেকে এখনো পানীয় জলের সংযোগ এখনো পায়নি। পুর সভায় যাদের পানীয় জলের সংযোগ রয়েছে তারা সঠিক সময়ে পর্যাপ্ত পানীয় জল পাচ্ছে না। বিগত বাম সরকারের আমলে পুরসভায় পানীয় জল সরবরাহের জন্য মূহুরী নদীতে ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করে দুইবেলা শহর এলাকায় পানীয় জল সরবরাহ করা হত। গত কয়েক মাস আগের বন্যায় ট্রিটমেন্ট প্ল্যান্টের ব্যাপক ক্ষতি হয়। এখনো পর্যন্ত মেরামতের উদ্যোগ নেই।
তিনি আরও বলেন, দুই বেলা পানীয় জল সরবরাহ করা তো দূর অস্ত এক বেলাও পর্যাপ্ত পানীয় জল পুর বাসীরা পাচ্ছে না। পুরবাসীরা জলকর দিয়েও পানীয় জল থেকে বঞ্চিত হয়ে আসছে, বিলোনীয়া পুরসভা নিজেদের দ্বায়িত্ব পালনে নাগরিকদের পানীয় জলের সমস্যা মেটাতে সম্পূর্ণ ব্যর্থ। তিনি পানীয় দপ্তরের ইঞ্জিনিয়ার দের সাথে কথা বলেছেন,বিধায়ক বিধানসভায় বিলোনীয়া জুড়ে তীব্র পানীয় জলের সংকটের বিষয়টি উপস্থাপন করেছেন কিন্তু দপ্তর এখনো পর্যন্ত নির্বিকার।