চুরাইবাড়ি, ২২ ফেব্রুয়ারি: ভোটে জয়ী হয়ে এলাকাবাসীর সাথে প্রতারণা করেছেন শাসক দলের নেতারা, এমনই অভিযোগ স্থানীয়দের। চুরাইবাড়ি স্থিত পূর্ব পঞ্চায়েতের অধীন ভৈরবপাড়া এলাকায় স্থানীয়দের দাবি ছিল, ভোটে জয়ী হওয়ার পর তিন মাসের মধ্যে রাস্তা এবং জলের সমস্যা সমাধান করা হবে। কিন্তু, প্রতিশ্রুতি অনুযায়ী কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।
শনিবার দুপুরে এই ক্ষোভের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করেন এলাকাবাসী। অবরোধে পুরুষ ও মহিলারা অংশ নেন এবং এতে যানবাহন চলাচল বাধাপ্রাপ্ত হয়। ফলে গাড়ি চালকসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র বচসা সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, নির্বাচনী প্রতিশ্রুতির পর তারা ভুলে গেছেন তাদের দায়িত্ব এবং জনগণের প্রতি দায়বদ্ধতা।
ঘটনার খবর পেয়ে পঞ্চায়েত কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছান। পঞ্চায়েত প্রধান জলের ব্যবস্থাপনা সম্পর্কে এলাকাবাসীকে অবগত করলে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করেন।