ত্রিপুরার প্রান্তিক এলাকার মহিলাদের সচেতন করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হবে : ড. অর্চনা মজুমদার

আগরতলা, ২০ ফেব্রুয়ারি : মহিলাদের তাদের অধিকারের বিষয়ে সচেতন করতে জাতীয় মহিলা কমিশন কাজ করছে। ত্রিপুরা মহিলা কমিশনও নারীদের অধিকার রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। ত্রিপুরার প্রান্তিক এলাকার মহিলাদের সচেতন করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হবে। আজ সন্ধ্যায় রাজ্য অতিথিশালায় এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা ড. অর্চনা মজুমদার। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা উপস্থিত ছিলেন।

জাতীয় মহিলা কমিশনের সদস্যা ডা. অর্চনা মজুমদার জানান, রাজ্য সফরের আজ দ্বিতীয় দিনে তিনি আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগ, গাইনোকলজি বিভাগ প্রভৃতি পরিদর্শন করেন। তিনি জানান, বর্তমানে স্বাস্থ্য পরিষেবার অনেক উন্নতি হয়েছে। আধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে। মেডিক্যাল কলেজের নতুন পরিকাঠামো তৈরীর কাজ চলছে। পরিকাঠামো তৈরী হলে চিকিৎসা পরিষেবার আরও উন্নতি হবে। তিনি জানান, ত্রিপুরায় বাল্যবিবাহ, প্রসূতি মা ও শিশু মৃত্যু প্রভৃতি বিষয়েও খোঁজ খবর নিয়েছেন। রাজ্যে প্রসূতি মা ও শিশু মৃত্যুর হার জাতীয় গড়ের তুলনায় অনেকটাই ভাল। আগরতলায় অবস্থিত ওয়ানস্টপ সেন্টারও তিনি পরিদর্শন করেন। তিনি জানান, ওয়ানস্টপ সেন্টারের পরিকাঠামো এবং ব্যবস্থা সন্তোষজনক। মহিলাদের উপর বিভিন্ন ধরণের অত্যাচারও তুলনামূলকভাবে অনেক কমেছে। প্রসঙ্গক্রমে তিনি জানান, পস আইনের বিষয়ে সচেতনতা আরও বাড়াতে হবে। মহিলাদের অধিকারের বিষয়ে তাদের সচেতন করতে হবে। মহিলা কমিশনের কাজ নারীদের কল্যাণে বিভিন্ন কর্মসূচির সঙ্গে মানুষকে আরও বেশি করে যুক্ত করা ও নারীদের তাদের অধিকারের বিষয়ে সচেতন করা। তিনি বলেন, মহিলাদের উন্নতি না হলে রাজ্য ও দেশের উন্নতি হবে না। আগামীকালও তিনি রাজ্যের বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *